মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কে?

সঠিক উত্তর: শাহ্ মুহম্মদ সগীর
শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুলসিম কবি এবং রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম বাঙালি মুসলিম কবি। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে রচনা করেন ‘ইউসুফ জোলেখা’। তিনি ফারসি (পারস্য) কবি আবদুর রহমান জামী রচিত ‘ইউসুফ ওয়া জুলায়খা’ থেকে বাংলায় ‘ইউসুফ জোলেখা’ নামে অনুবাদ করেন। মহাকবি আলাওল ছিলেন বাঙালি পণ্ডিত কবি। তিনি রাজসভার কবি হিসেবে আবির্ভূত হলেও মধ্যযুগের সকল বাঙালি কবির মধ্যে ‘শিরোমণি আলাওল’ রুপে পরিগণিত হন। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ।