আর্কটিক- এর বরফ গলে যাওয়ার কারন কি?

সঠিক উত্তর: বৈশ্বিক উষ্ণতা
বিশ উষ্ণায়নের একটি সম্ভাব্য পারিগতি হলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। বাযুমগুলে তাপমাত্রা বৃদ্ধি পেলে ভৃপৃষ্ঠের তাপমাতা বৃদ্ধি পাবে। এর ফলে সমুদ্রের পানির উত্তাপ বৃদ্ধি পাবে এবং পানি সম্প্রসারিত হয়ে সমুদ্রের আয়তন ও পরিধিকে বাড়িয়ে তুলবে। উষ্ণায়নের ফলে হিমালয়সহ অন্যান্য পর্বতচূড়ায় জমে থাকা বরফ গলে যাবে এবং সমুদের পানির উচ্চতা সাথে প্লাবিত এলাকার পরিমাণও বেড়ে যাবে। উত্তর ও দক্ষিণ মেরুন গ্রীনল্যান্ড, ত্যান্টাকার্টকাসহ অন্যান্য আশস্কাজনকভাবে বাড়িয়ে তুলবে। এভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে।