অমর একুশের প্রথম সাহিত্য সংকলন ' একুশে ফেব্রুয়ারি সম্পাদনা করেন কে?

সঠিক উত্তর: হাসান হাফিজুর রহমান
১৯৫৩ সালের মার্চ মাসে অমর একুশের প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারি ' সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান । প্রকাশক ছিলেন অন্যতম ভাষা সৈনিক মুহাম্মদ সুলতান এবং পুঁথিপত্র প্রকাশনার উদ্যেগো এ সংকলনটির প্রচ্ছদ এঁকেছিলেন আমিনুল ইসলাম । সংকলনটিতে স্থান পেয়েছিল প্রবন্ধ , গল্প,কবিতা, গান, নকশা ও ইতিহাস। মাহবুব উল আলম চৌধুরী একুশের প্রথম কবিতার (কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি) কবি । বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক আবুল ফজল চৌচির, রেখাচিত্র, দুর্দিনের দিনলিপি প্রভৃতি গ্রন্থের জন্য বিখ্যাত । আবু জাফর ওবায়দুল্লাহ পঞ্চাশের দশকের একজন মৌলিক কবি ছিলেন। বাংলা সাহিত্যে তাঁর 'কিংবদন্তির কথা ' এবং "বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা" এ কবিতা দুটি অভূতপূর্ব সংযোজন।