The first NAM (Non-Aligned Movement) conference was held at -

Correct Answer: Belgrade (Yugoslavia )
প্রথম NAM (Non - Alignd Movement ) - সম্মেলন অনুষ্ঠিত হয় যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড। ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট আহমেদ সুকর্ণ, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু , যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসেফ মার্সাল টিটো, ঘানার প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরের সক্রিয় প্রচেষ্টায় পঞ্চশীল নীতির ওপর ভিত্তি করে ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার রাজধানী রাজধানী বেলগ্রেডে NAM গঠিত হয়। NAM এর স্থায়ী কোনো সদরদপ্তর নেই। বর্তমানে NAM এর সদস্য সংখ্যা ১২০। এর ২য় সম্মেলন (১৯৬৪) , ৩য় সম্মেলন (১৯৭০), ৪র্থ সম্মেলন (১৯৭৪) অনুষ্ঠিত হয় যথাক্রমে মিশরের রাজধানী কায়রো, জাম্বিয়ার রাজধানী লুসাকা এবং আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে। সর্বশেষ ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত হয় আজারবাইজানের রাজধানী লুসাকা এবং আলজেরিয়ার রাজধানী আলিজয়ার্স। সর্বশেষ ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত হয় আজারবাইজানের রাজধানী বাকুতে (২৫ অক্টোবর - ২৬ অক্টোবর, ২০১৯) । উল্লেখ্য, NAM হলো তৃতীয় বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন।