'যার কিছু নেই' এ কথায় প্রকাশ করলে হবে -

সঠিক উত্তর: হৃতসর্বস্ব
হৃতসর্বস্ব : (বিশেষণ পদ) যার সমস্ত ধন - সম্পত্তি অপহৃত হয়েছে এমন,যার কিছু নেই। দরিদ্র : (বিশেষণ পদ) গরিব, দীন, নিঃস্ব। ভিখারী : (বিশেষণ পদ , বিশেষ্য পদ) ভিক্ষাজীবী; ভিক্ষুক। অসংযত: (বিশেষণ পদ) উচ্ছুঙ্খল, সংযমহীন; যে নিয়মাদি মানে না।