কম্পিউটারে প্রিন্ট স্ক্রিন করা হয় কী - বোর্ডের কোন কী দিয়ে?

সঠিক উত্তর: কোনটিই নয়
কম্পিউটারে প্রিন্ট স্ক্রিন করতে কিবোর্ড এর উপরের সারির ডানদিকে বিদ্যমান 'Print Screen' নামক কি চাপতে হয়। কম্পিউটারে প্রিন্ট করতে Ctrl + P চাপতে হয়। মাউসের কার্সর কে ইন্টারনেট ব্রাউজারের এড্রেসবারে নিয়ে যেতে F6 বাটনটি ব্যবহৃত হয়