‘মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?

সঠিক উত্তর: মহৎ+ইমন
'মহিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় 'মহৎ + ইমন' । এটি সংস্কৃত 'ইমন' তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত শব্দ এরুপ - নীলিমা (নীল + ইমন) , রক্তিমা (রক্ত + ইমন) ,দ্রাঘিমা (দীর্ঘ + ইমন) । বর্তমানে 'ইমন' প্রত্যয়কে 'ইমা' প্রত্যয়ে ও লেখা হয় । যেমন: নীল + ইমা = নীলিমা।