The founder of the BRAC Sir Fazle Hasan Abed was recently awarded the highly prestigious -

Correct Answer: Yidan Prize
২০১৯ সাল শিক্ষাক্ষেত্রে বিশ্বে সবচেয়ে বড় আন্তর্জাতিক 'ইদান পুরস্কার' দেওয়া হয় ব্রাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদকে । শিক্ষার উন্নয়নে যুগান্তকারী অবদান রাখায় হংকংভিত্তিক 'ইদান প্রাইজ ফাউন্ডেশন' তাঁকে এ পুরস্কারে ভূষিত করে। উল্লেখ্য , এ পুরস্কারের অর্থমূল্য ৩৩ মিলিয়ন হংকং ডলার বা ৩৩ কোটি টাকা।