'আমার সোনার বাংলা' রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পঙ্‌ক্তি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত?

সঠিক উত্তর: ১০
‘আমার সোনার বাংলা’ রবিন্দ্রসঙ্গীতের প্রথম ১০ পঙক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত। ‘আমার সোনার বাংলা’ গান্টির গীতিকার ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরধের আন্দোলনের সময় পূর্ব ও পশ্চিম বঙ্গকে একীভূত ক্রার উদ্দেশ্যে এ গানটি রচনা করেন। গানটি ১৯০৫ সালের ৭ আগস্ট কোলকাতায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সমাবেশে প্রথম গাওয়া হয়।