নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়?

সঠিক উত্তর: দুই বোন
‘দুই বোন’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি অন্যতম উপন্যাস। রাজা, তাসের দেশ, বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, বিসর্জন, প্রায়শ্চিত্ত, অচলায়তন, ডাকঘর, ফাল্গুনি, রক্তকরবী, পরিত্রাণ, তপতী, বাশরী প্রভৃতি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যতম নাটক। ‘চিরকুমার সভা’ (১৯২৬) কৌতুক নাটক।