এক মন চাল ২৩৭৫ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো প্রতি মন কত টাকায় বিক্রয় করলে ৬% লাভ হতো?

সঠিক উত্তর: ২৬৫০
৫% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ৯৫ টাকা বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে, ক্রয়মূল্য = ১০০ টাকা বিক্রয়মূল্য ১ টাকা হলে, ক্রয়মূল্য = ১০০/৯৫ = ২০/১৯ টাকা বিক্রয়মূল্য ২৩৭৫ টাকা হলে, ক্রয়মূল্য = (২০ × ২৩৭৫)÷১৯ = ২৫০০ আবার, ৬% লাভে বিক্রয়মূল্য = ১০৬ টাকা ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০৬ টাকা। ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১০৬/১০০ = ৫৩/৫০ ক্রয়মূল্য ২৫০০ টাকা হলে ক্রয়মূল্য = (৫৩ × ২৫০০)÷৫০ = ২৬৫০ টাকা