ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ' ইউরো ' চালু করতে বাধ্য নয়?

সঠিক উত্তর: ডেনমার্ক ও যুক্তরাজ্য
১৯৫৭ সালে স্বাক্ষরিত রােম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরােপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। এই ইউনিয়নভুক্ত দেশগুলাের একক মুদ্রা ইউরাে। যা ১ জানুয়ারি, ১৯৯৯ সালে চালু হয়। ১৯টি ইউরােপীয় ইউনিয়নভুক্ত দেশে বর্তমানে ইউরাে চালু আছে। তবে ডেনমার্ক ও যুক্তরাজ্য ইউরাে মুদ্রা গ্রহণে বাধ্য নয়।