নগদান বইয়ের সমাপনী ব্যালেন্স নির্দেশ করে --

সঠিক উত্তর: হাতে নগদ তহবিল
নগদান বই একটি দৈনিক বই। একটি ব্যবসা প্রতিষ্ঠান এর দৈনিক নগদ লেনদেন এই বইতে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ দৈনিক মোট নগদ আয় এবং  নগদ খরচ এই বইতে লিখা হয় এবং দুইপাশ যোগ বিয়োগ করে ব্যালেন্সিং করা হয় যা হাতে নগদ নির্দেশ করে