নিচের কোন জেলায় কিঠন-শিলা খনি পাওয়া গেছে?

সঠিক উত্তর: দিনাজপুর
দিনাজপুরের মধ্যপাড়া নামক স্হানে ভূ - পৃষ্ঠের অল্প গভীরতায় ১৯৭৩ সালে কঠিন শিলার সন্ধান পাওয়া যায়। ১৯৭৮ সালে সরকার মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্প অনুমোদন করে। ২০ অক্টোবর ১৯৯৪ সালে চালু হওয়া এ খনিতে কঠিন শিলা মজুদের প্রাক্কলিত পরিমাণ ১৭২ মিলিয়ন টন এবং উত্তোলনযোগ্য মজুদ প্রায় ৭২ মিলিয়ন টন।