নিচের কোনটি জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে?

সঠিক উত্তর: ক্রোমোজম
প্রকৃত কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের অবস্থান। কোষের সব ধরনের কাজ নিয়ন্ত্রণ করে এটি। নিউক্লিয়াসের ভৌত গঠন উপাদান চারটি। যথাঃ নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লেয়ার মেম্ব্রেন এবং নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের প্রোটোপ্লাজমিক রস ও অন্যান্য গঠন উপাদানগুলো ধারণ করে। নিউক্লিওলাসের কাজের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার RNA, প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ। ক্রোমোজম থাকে নিউক্লিয়ার রেটিকুলামের ভেতর। রাসায়নিকভাবে প্রতিটি ক্রোমোজম DNA, RNA, হিস্টোন ও নন - হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত; যাদের প্রধান কাজই হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য ও বাহন। কজেই সঠিক উত্তর (গ)।