অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-

সঠিক উত্তর: কুম্ভিলকবৃত্তি
কুম্ভিলকবৃত্তি ( Plagiarism ) : অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় । পতঙ্গবৃত্তি বি. পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দেওয়া; বিপদ না বুঝে মনোহর কিন্তু বিপজ্জনক বস্তুর মোহে ধাবিত হয়ে আত্মনাশ করা। বেতসবৃত্তি - [বিশেষ্য পদ] বেতসলতার ন্যায় নমনশীলতা, বেতসলতা যেমন জলস্রোতে নত হয় সেরূপ অল্পেই নতিস্বীকার।