বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?

সঠিক উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বিদ্যাসগরের হাতেই বাংলা গদ্যের মুক্তি সূচিত হয়। গদ্য প্রবাহে এক ‘অনতিলক্ষ্য ছন্দঃস্রোত’ সঞ্চারকরে এবং উচ্চব ধ্বনিতরঙ্গ সৃষ্টি করে তার হাতে এক সমৃদ্ধ গদ্যরীতির সূত্রপাত। ‘অনন্যতন্ত্র ব্যক্তিত্বের সঞ্চার’ এই রীতির অন্যতম বৈশিষ্ট্য; নিপুণ শব্দ নির্বাচন ও নিয়মিত ছেদচিহ্নের প্রবর্ত্ন এর বহিরঙ্গ। তিনি ২০ টি মডেল স্কুল ও ৩৫ টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন।