If a purple fabric is on rack three and a brown fabric is on rack four , the green fabric must be on which of the following racks?

Correct Answer: Six
বলা হয়েছে purple fabric যদি হয় rack - 3 এ brown fabrics যদি rack - 4 হয় এ থাকে তবে green fabric অবশ্যই কোন rack - এ থাকবে? তাহলে প্রশ্নানুযায়ী condition মিলিয়ে নিলে পাওয়া যায় - Rack 1 2 3 4 5 6 7 8 9 10 Fabrics Purple Red Purple brown brown green red red red Purple ব্যাখ্যা: দ্বিতীয় শর্তানুযায়ী two brown fabrics পাশাপাশি থাকবে। তাই একটি 4 নম্বরে থাকলে অন্যটি 5 নম্বরে হবে। বাকি থাকলো green এবং red । red এবং brown পাশাপাশি থাকে না বিধায় 6 নম্বরে অবশ্যই green থাকতে হবে। green 2 নম্বরে থাকবে না, কারণ purple এবং green এক সাথে থাকে না। অতএব, উপরের চিত্র অনুযায়ী আমরা পেলাম যে, green fabric অবশ্যই rack six এ থাকবে।