কারক ও বিভক্তি নির্ণয় করুন : " ফুলে ফুলে" ঘর ভরেছে।

সঠিক উত্তর: করণ কারকে সপ্তমী বিভক্তি
করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। যা দিয়ে বা যে উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয়, তাকে করণ কারক বলে। ক্রিয়াকে 'কী দিয়ে/ কী উপায়ে' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক। . ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে। ফুলে ফুলে ঘর ভরেছে - করণ কারকে সপ্তমী বিভক্তি।