ছেলেটি এমন আকাই একেছে। বাক্যে যে ধরনের কর্শপদা ব্যবহৃত হয়েছে?

সঠিক উত্তর: ধানার্থক কর্ম
ইংরেজি, বাংলা ইত্যাদি কিছু ভাষায়, ক্রিয়াপদ ও কর্ম সমার্থক হলে তাকে ধাত্বর্থক কর্ম বলে। এক্ষেত্রে ক্রিয়াটি অকর্মক হলেও ধাত্বর্থক কর্ম উপস্থিত থাকে। উদাহরণ – “ছেলেটি এমন আকাই একেছে।“ এখানে আদতে দুটি বাক্য আছে ছেলেটি একেছে এবং এমন আকাই একেছে (তা খারাপ ছিল)।