'কাজলা দিদি' কবিতাটি কে রচনা করেেছন?

সঠিক উত্তর: যতীন্দ্র মোহন বাগচী
কাজলা দিদি কবিতাটি - যতীন্দ্রমোহন বাগচী রচনা করেন। এটা তার একটি বিখ্যাত কবিতা। তার রচিত আরো কয়েকটি কাব্য গ্রন্থ হলো - লেখা, রেখা, অপরাজিতা, বন্ধুর দান, নীহারিকা, মহাভারতী।