রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুলকে উৎসর্গ ক্রেছিলেন ?

সঠিক উত্তর: বসন্ত
'বসন্ত'(১৯২৩)গীতিনাট্য। এই নাটকের বিষয় যৌবনের প্রতীক ঋতুরাজ বসন্তের জয়গান। রবীন্দ্রনাথ এই গ্রন্থ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। কারণ নজরুল ইসলাম বাংলা সাহিত্যের বসন্ত তথা যৌবন এনেছিলেন।