নির্মান কাজ কত উচ্চতায় বেশি হলে স্ক্যাফোর্ল্ডি নিমার্ণ করা হয়?

সঠিক উত্তর: ১.৫ মিটার
কোন কাঠামোর নির্মাণকাজ বা দেওয়ালের গাঁথুনির কাজ করার সময় যখন নির্মাণকাজ 1.5 মিটারের বেশি উঁচুতে পোঁছাই, তখন নির্মণসামগ্রী ও নির্মাণকার্যে ব্যবহিত প্রয়োজনীয় যন্ত্রপাতি রেখে মিস্ত্রির কাজ চালিয়ে যাওয়ার সুবিধার্থে স্কাফোল্ডিং নির্মণ করা হয়।