নিচের কোন এসিড পাকস্থলিতে থাকে?

সঠিক উত্তর: Hydrochloric Acid
Hydrochloric Acid এসিড পাকস্থলিতে থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড বা মিউরিয়েটিক অ্যাসিড (muriatic acid) এক প্রকার অজৈব অম্ল যার রাসায়নিক সংকেত HCl। এটি জলে দ্রবণীয় এবং জলে সম্পূর্ণরূপে আয়নিত হয়। এই অ্ম্লটি বর্ণহীন, স্বচ্ছ, এবং অত্যন্ত তীব্র কটুগন্ধ সম্পন্ন। এটি অত্যন্ত ক্ষয়কারী, শক্তিশালী খনিজ অম্ল। অনেক শিল্পে এর ব্যবহার রয়েছে।