'বিপদে মোরে রক্ষা করো' চিহিত শব্দের কারক ও বিভক্তি কী ?

সঠিক উত্তর: অপাদানে ৭মী
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকে অপাদান কারক বলে। যেমন - বিপদে মোরে রক্ষা করো - এখানে ভয় প্রকাশ পাচ্ছে। এজন্য সঠিক উত্তর - অপাদান কারকে সপ্তমী বিভক্তি।