"Any person entitled to any legal character, or to any right as to any property, may institute a suit___' বিধানটি The Specific Relief Act, 1877 এর কোন ধারায় বর্ণিত হয়েছে?

সঠিক উত্তর: ৪২
সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭২ এর ৪২ ধারার বাদী তার দাবীকৃত সম্পত্তির স্বত্ব ঘোষণার আবেদন করতে পারে। এই মোকদ্দমায় বাদীকে নালিশী বিষয়ে আইনগত অধিকার এবং বিবাদী কর্তৃক তা অস্বীকার করায় প্রতিকার প্রার্থনা করা হয়।