সুমনের কাছে যে টাকা আছে তা দিয়ে সে ১৮ টি ডাকটিকিট ক্রয় করতে পারে ।যদি প্রতিটি ডাকটিকিটের মূল্য ৪ টাকা কত হত তাহলে সে আরো দুটি ডাকটিকিট বেশি ক্রয় করতে পারত । তার কাছে কত টাকা আছে ?

সঠিক উত্তর: ৭২০
ধরি ,সুমনের কাছে থাকা টাকার পরিমাণ = কপ্রশ্নমতে,  ক/১৮ - ক/২০     = ৪বা, ১০ক-৯ক/১৮০ = ৪বা, ১ক/১৮০           = ৪বা,  ক                     = ১৮০/৪ ক=৭২০ টাকাসুমনের কাছে মোট ৭২০ টাকা টাকা ছিল।প্রমান :           ৭২০ টাকা দিয়ে ১৮ টি কিনলে প্রতিটির দাম = ৪০ টাকাআবার, ৭২০ টাকা দিয়ে ২০ টি কিনলে প্রতিটির দাম = ৩৬ টাকাদুই দামের পার্থক্য = (৪০-৩৬) টাকা                             =  ৪ টাকা