The Code of Civil Procedure, 1908 এর কত ধারা অনুযায়ী জেলা জজ এক আদালত হতে অন্য আদলতে দেওয়ানী মামলা স্থানন্তর করেন?

সঠিক উত্তর: ২৪
The Code of Civil Procedure, 1908 এর ২৪ ধারায় বিবাদমান কোনোপক্ষের আবেদনে উভয়পক্ষের নোটিশ প্রদান এবং শুনানি করে বা নোটিশ প্রদান না করে হাইকোর্ট বিভাগ বা জেলা জজ আদালত মামলার যেকোনো পর্যায় মামলা স্হানান্তর করতে পারে।