একজন বাড়িওয়ালাকে তার পাওনা ভাড়া আদায়ে The Small Cause Courts Act, 1887 এর 27A ধারার বিধানমতে কত দিনের মধ্যে Small Causes Court এর আবেদন করতে হবে?

সঠিক উত্তর: ১২ মাস
Small Causes Courts Act, 1887 এর ২৭ ধারার অধীনে যেকোনো ব্যক্তি সম্পত্তি বাজেয়াপ্ত ( Distress warrant) - এর জন্য আবেদন করতে পারে। ২৭(A) ধারায় বলা হয়েছে একজন বাড়িওয়ালা তার পাওনা ভাড়া আদায়ের জন্য ১২ মাসের বা ১ বছরের মধ্যে Small Causes Court - আবেদন করতে হবে।