'জীবন বন্দনা ' কবিতাটি কবি কাজী নজ্রুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে ?

সঠিক উত্তর: সন্ধ্যা
কাজী নজরুল ইসলামের 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্যতম কবিতা জীবন বন্দনা'। এ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তার রচিত আরাে কয়েকটি উল্লেখযােগ্য কবিতা : প্রলয়ােল্লাস, বিদ্রোহী (অগ্নিবীণা); আজ সৃষ্টি সুখের উল্লাসে, পূজারিণী (দোলনচাঁপা); নারী, মানুষ (সাম্যবাদী)।