রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস কোনটি?

সঠিক উত্তর: সুলতানার স্বপ্ন
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত ' সুলতানার স্বপ্ন ' (১৯০৮) একটি উপন্যাস। এটি তার ইংরেজি রচনা Sultana's Dream রচনার অনুবাদ। তার রচিত আরেকটি উপন্যাস ' পদ্মরাগ'। অন্যদিকে ' রিক্তের বেদন' গল্পগ্রন্থ ও ' পূর্ব - পশ্চিম ' উপন্যাসের রচয়িতা যথাক্রমে কাজী নজরুল ইসলাম ও সুনীল গঙ্গোপাধ্যায়।