ধাতুর শেষে ‘অন্ত প্রত্যয়’ যোগ করলে কোন পদ গঠিত হয়?

সঠিক উত্তর: বিশেষণ
ধাতুর শেষে ‘অন্ত প্রত্যয়’ যোগ করলে বিশেষণ পদ গঠিত হয়। যে পদ বিশেষ্য বা অন্য পদের দোষ,গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। বিশেষণ পদের উদাহরণ : ১. হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে। ২. ঘুমন্ত ছেলেটাকে জ্বালাতন করছ কেন? ৩. সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ কর নি।