মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে:

সঠিক উত্তর: গাজী মিয়াঁর বস্তানী
মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ 'গাজী মিয়াঁর বস্তানী" । এছাড়াও তার আরও কয়েকটি গ্রন্থ : বিষাদ - সিন্ধু নিয়তি কি অবনতি, উদাসীন পথিকের মনের কথা , ফাস কাগজ প্রভূতি। 'আলালের ঘরের দুলাল' 'হুতোম প্যাঁচার নকশা ' ও কলিকাতা কমলালয়' গ্রন্থত্রয়ের রচয়িতা যথাক্রমে - প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।