বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা?

সঠিক উত্তর: উপন্যাস
একালের আয়নায় উপন্যাসের যে - যুক্তি বা আখ্যান - অভিসন্ধি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার ঐতিহ্যসূত্র নির্ণয়ে বিষাদ - সিন্ধু একটি তরঙ্গমাত্র – বিশেষ করে বাস্তববাদী পদ্ধতি ধারার যোগাত্মক প্রয়োগ - প্রবণতায়। এ লক্ষ্যে মীর মশাররফ হোসেনের গদ্য মহাকাব্যটি চলতি করপোরেট সমাজের বিপর্যয় ও যুদ্ধে উপন্যাসের সংকট ও দায়কে নতুন করে প্রশ্ন - জিজ্ঞাসার মুখোমুখি করবে। উপনিবেশায়ন এখনো শেষ হয়নি। উত্তর - উপনিবেশ চিন্তাধারার ভেতরেও তা এখন কলোনাইজড ও কলোনাইজারদের দ্বৈরথে যুক্ত। উনিশ শতকের উপনিবেশিত সমাজে উপন্যাস যে দায়ে অধিকৃত ছিল এখনো তা অনিঃশেষরূপে বর্তমান। বরং সমস্যার প্রকোপ আরো বেড়েছে। সেখানে মীরের বিষাদ - সিন্ধু চলতি কালধারায় অতি - কঠিন অব্যর্থ জীবনের প্রশ্নকে আরো অধিক পুনরুজ্জীবিত করবে, তাতে সন্দেহ কী!