তেনজিং ও হিলারি কবে এভারেস্ট -এর চুড়ায় পা রাখেন?

সঠিক উত্তর: ১৯৫৩ সালের ২৯ মে
তেনজিং ও হিলারি এভারেস্ট - এর চুড়ায় পা রাখেন ১৯৫৩ সালের ২৯ মে। তেনজিং নোরগে (২৯ মে, ১৯১৪ - ৯ মে, ১৯৮৬) একজন নেপালী শেরপা পর্বতারোহী ছিলেন। . তিনি এবং এডমন্ড হিলারি ১৯৫৩ সালের ২৯ শে মে যৌথভাবে বিশ্বে সর্বপ্রথম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট পর্বত জয় করেন।