একজনের ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে।

সঠিক উত্তর: ৯৫
ব্যাখ্যাঃ ৫০ গড়ে ১১ ইনিংসে মোট রান = (৫০×১১) = ৫৫০ প্রথম ১০ ইনিংসে মোট রান = (৪৫.৫×১০) = ৪৫৫ অতএব, ১১ তম ইনিংসে করতে হবে = (৫৫০ - ৪৫৫) রান = ৯৫ রান