কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের কি বলা হয়?

সঠিক উত্তর: মধ্যমা
কোনাে ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযােগ রেখাকে উহার মধ্যমা বলে। কোনাে কোণকে সমান দুটি কোণে ভাগ করাকে কোণের সমদ্বিখণ্ডিতকরণ বলে এবং যে রেখা কোনাে কোণকে সমান দু'ভাগে ভাগ করে তাকে সমদ্বিখণ্ডক বলে। আবার কোনাে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। অন্যদিকে, কোনাে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে ঐ কোণ সাপেক্ষে লম্ব বলে। সুতরাং এখানে (ক) - ই সঠিক উত্তর।