“আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে” চরণটি কোন কাব্যের?

সঠিক উত্তর: অন্নদামঙ্গল
আমার সন্তান যেন থাকে দুধে - ভাতে’ চরণটি ভারতচন্দ্র রায়গুণাকরের পৌরাণিক মঙ্গলকাব্য ‘অন্নদামঙ্গল’ - এর অন্তর্গত। এ মঙ্গলকাব্যের চরিত্র ঈশ্বরী পাটনী সন্তানের শুভ কামনায় উক্তিটি করেছেন।