আলাওল কোন রাজসভার কবি ছিলেন?

সঠিক উত্তর: আরাকান রাজসভা
মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আরাকান রাজসভার কবি ছিলেন। জলপথে কবি চট্টগ্রাম যাওয়ার পথে পিতাসহ পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হলে ঘটনাস্থলেই তার পিতা মারা যান। কিন্তু তিনি কোনোক্রমে বেঁচে গিয়ে আরাকানে উপস্থিত হন এবং পরবর্তীতে তিনি আরাকান রাজসভার কবি হন।