৫৫০ গ্রামের একটি কেক বানাতে চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা এবং কিশমিশের ১১২ গুণ পরিমাণ চিনি লাগলে , ময়দা কতটুকু লাগবে ?

সঠিক উত্তর: ৩০০ গ্রাম
কেকে কিশমিশ, চিনি এবং ময়দার অনুপাত যথাক্রমে   কিশমিশ : চিনি : ময়দা = ১ : ১.৫ : ৩    সম্পূর্ণ অনুপাত = ১ +   ১.৫ + ৩                         = ৫.৫    সুতরাং কেকে ময়দার পরিমাণ = ৫৫৫ ÷ ৫.৫ x ৩                                            = ৩০০ সঠিক উত্তরঃ ৩০০গ্রাম