যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না ?

সঠিক উত্তর: 2n+3
3 একটি বিজোড় সংখ্যা হও্যায়,একই সাথে 2 জোড় সংখ্যা হওয়ায় দুটি সংখ্যার যোগফল সবসময়ই বিজোড় হবে।f(x) = 1,2,3,4,5 হলেf(1) = 2×1 + 3 = 5f(2) = 2×2 + 3 = 7f(3) = 2×3 + 3 = 9f(4) = 2×4 + 3 = 11f(5) 2×5 + 3 = 13 প্রভৃতি বিজোড় সংখ্যা পাওয়া যায়।