'দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত

সঠিক উত্তর: সিন্দু হিন্দোল
সিন্ধু হিন্দোল কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। ১৯২৭ খৃষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ১৯টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ। ১. সিন্ধুঃ প্রথম তরঙ্গ*২. সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ*৩. সিন্ধুঃ তৃতীয় তরঙ্গ*৪. গোপন প্রিয়া*৫. অনামিকা*৬. বিদায় স্মরণে*৭. পথের স্মৃতি৮. উন্মনা৯. অতল পথের যাত্রী১০. দারিদ্র্য*১১. বাসন্তি১২. ফাল্গুনী*১৩. মঙ্গলাচরণ১৪. বধু - বরণ১৫. অভিযান১৬. রাখী - বন্ধন১৭. চাঁদনী - রাতে১৮. মাধবী - প্রলাপ১৯. দ্বারে বাজে ঝঞ্জার জিঞ্জির