কোন অক্ষাংশকে কর্কটক্রান্তি বলে?

সঠিক উত্তর: ২৩১২° উত্তর
সমাক্ষরেখা: নিরক্ষরেখার সমান্তরাল যে রেখা কল্পনা করা হয় তাকে সমাক্ষরেখা বলা হয়। নিম্ন অক্ষাংশ: ০ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি পর্যন্ত অক্ষাংশ মধ্য অক্ষাংশ: ৩০ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে মধ্য অক্ষাংশ উচ্চ অক্ষাংশ: ৬০ ডিগ্রি থেকে ৯০ ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে উচ্চ অক্ষাংশ। কর্কটক্রান্তি (Topic of Cancer): ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা (গড়মান) মকরক্রান্তি(Topic of Capricorn): ২৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ রেখা (গড়মান) সুমেরুবৃত্ত (Arctic Circle): ৬৬.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা কুমেরুবৃত্ত (Antarctic Circle): ৬৬.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয়