'মানব' শব্দের ঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি?

সঠিক উত্তর: মনু + ষ্ণ
'মানব' শব্দের ঠিক প্রকৃতি - প্রত্যয় মনু + ষ্ণ। ‘ষ’ (মূর্ধণ্য ষ ধ্বনি) এর পরে অঘোষ দন্ত্য ধ্বনি (ত, থ) থাকলে সেগুলো অঘোষ মূর্ধণ্য ধ্বনি (ট, ঠ) হয়ে যায়। অর্থাৎ, ‘ষ’ এর পরে ‘ত/থ’ থাকলে সেগুলো যথাক্রমে ‘ট/ঠ’ হয়ে যায়। যেমন - কৃষ + তি = কৃষ্টি (ষ + ত = ষ + ট) ষষ + থ = ষষ্ঠ (ষ + থ = ষ + ঠ)