ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি?

সঠিক উত্তর: সংবাদ প্রভাকর
ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২ - ১৮৫৯) কবি ও সাংবাদিক। তিনি ঈশ্বর গুপ্ত নামে সমধিক পরিচিত। তিনি 'সংবাদ প্রভাকর ' এর সম্পাদক হিসেবে খ্যাতি অর্জন করেন। তার সম্পাদনায় প্রকাশিত অন্যান্য পত্রিকা সংবাদ রত্নাবলী (১৮২৫), সংবাদ সাধুরঞ্জন (১৮৪৭)।