মুনীর চৌধুরীর 'রক্তাক্ত প্রান্তর' কোন শ্রেণীর নাটক ?

সঠিক উত্তর: ঐতিহাসিক
মুনীর চৌধুরীর 'রক্তাক্ত প্রান্তর’ ঐতিহাসিক নাটক, যা ১৭৬১ সালের পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনি অবলম্বনে রচিত। তার আরাে কয়েকটি নাটক : চিঠি, কবর, দণ্ডকারণ্য। তার অনুবাদ নাটক : কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা, মুখরা রমণী বশীকরণ ।