শহীদ জননী কাকে বলা হয় ?

সঠিক উত্তর: জাহানারা ইমাম
জাহানারা ইমামকে (১৯২৯ - ১৯৯৪) 'শহিদ জননী' বলা হয়। তার প্রথম সন্তান রুমী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের শেষ দিকে পাক - হানাদার বাহিনী কর্তৃক রুমী গ্রেফতার এবং নির্মম অত্যাচারের পরে নিহত হন। সে কারণে জাহানারা ইমামকে 'শহিদ জননী' বলা হয়।