’শাক -সবজি ’শব্দটি নিচের কোন দুইয়ের মিলন ?

সঠিক উত্তর: তৎসম+ফারসি
>>বাংলা ভাষায় ব্যবহৃত মিশ্র কিছু শব্দ - - - আইনজীবী = (ফারসি + তৎসম) খ্রিস্টাব্দ = (ইংরেজি + তৎসম) বেটাইম = (ফারসি + ইংরেজি) ডাক্তারখানা = (ইংরেজি + ফারসি) পকেটমার = (ইংরেজি + বাংলা) হাটবাজার = (বাংলা + ফারসি) কালিকলম = (বাংলা + আরবি) হেডমৌলভী = (ইংরেজি + ফারসি) মাস্টারমশাই = (ইংরেজি + তদ্ভব) হেডপণ্ডিত = (ইংরেজি + তৎসম)