মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি?

সঠিক উত্তর: পায়ের আওয়াজ পাওয়া যায়
সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রথম কাব্যনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়'। এটি মুক্তিযুদ্ধ বিষয়ক তার সর্বাধিক সার্থক ও মঞ্চসফল কাব্যনাটক। 'নূরলদীনের সারাজীবন’ তার রচিত দ্বিতীয় কাব্যনাটক। এটি ঐতিহাসিক ঘটনা ও চরিত্রের আলােকে রচিত। 'সুবচন নির্বাসনে’ আবদুল্লাহ আল মামুন রচিত বিখ্যাত নাটক। 'রক্তাক্ত প্রান্তর’ মুনীর চৌধুরী রচিত পানিপথের দ্বিতীয় যুদ্ধের কাহিনি নিয়ে প্রকাশিত তার প্রথম পূর্ণাঙ্গ নাটক।