বাংলাদেশের কোন উপজাতি মুসলমান ?

সঠিক উত্তর: পাঙন
বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বসবাসকারী নৃগোষ্ঠীর অন্যতম একটি জনগোষ্ঠীর নাম পাঙন বা পাঙাল'। তারা তাদের সামাজিক জীবনে ইসলামের অমীয় বাণীর ধ্যান - ধারণায় মগ্ন হয়ে অনাবিল আনন্দ উপভোগের চরম শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছিল। বর্তমানে পাঙন মুসলমানেরা কেবল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার দক্ষিণ - পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বসবাস করছে। এদের আনুমানিক সংখ্যা প্রায় ১০ হাজার। এদের মূল ধর্ম ইসলামী। মুসলিম শরিয়তের বিধান অনুযায়ী তারা বিশ্বাস করে যে, সৃষ্টিকর্তা হলেন আল্লাহ এবং মুহাম্মদ (সা) তাঁর প্রেরিত শেষ নবী। তারা ইসলাম ধর্মের নির্দেশানুযায়ী যাবতীয় করণীয় কাজ একাগ্রতার সাথে পালন করে।